indranil das adore adore şarkı sözleri

তোকে ভালোবেসে আমি অবশেষে জলপরীদের অভিমান ছুঁয়ে ফিরি ভেজা চুল খুলে, তুই কাছে এলে প্রেম খুঁজে ফিরি স্বপ্নের অলি গলি যেভাবে আমার শহর জুড়ে ছিল প্রথম প্রেমের চিঠির ভুলগুলো আদরে আদরে। ছিলো সে রূপকথা মেখে ফেলা রাত ভুলেছি পরিচিত গল্পের ছাদ আদরে আদরে। জেনে রাখ, এই পথ, একসাথে হেঁটে এগিয়ে যাবো কিছু ভুল, কতো রাগ, ঠিক একই ভাবে মানিয়ে নেবো কিছু মেঘ, ফিরে যায়, আর প্রেম বাড়ে সঙ্গোপনে পিছুটান, বেমানান, তোর হাতে হাত রাখবো বলে। জ্বলেছে শহরের বাতিঘর গুলো ভিজেছে শ্রাবণ শেষের দিন গুলো আদরে আদরে। লিখেছি আনকোরা সুরে কতো গান ভুলিয়ে হাজার বেনামী অভিমান আদরে আদরে।
Sanatçı: Indranil Das
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:52
Toplam: kayıtlı şarkı sözü
Indranil Das hakkında bilgi girilmemiş.

Fotoğrafı