ivan kundu ami keboli swapon şarkı sözleri
আমি কেবলই স্বপন করেছি বপন
বাতাসে আমি
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন
বাতাসে আমি
ছায়ার মতন মিলায় ধরণী
কূল নাহি পায় আশার তরণী
মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে, আকাশে
আমি কেবলই স্বপন করেছি বপন
বাতাসে আমি
কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা-বাঁধনে
কেহ নাহি দিল ধরা কেবলই সুদূর-সাধনে
আপনার মনে বসিয়া একেলা
অনলশিখায় কী করিনু খেলা
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে, হুতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন
বাতাসে আমি
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন
বাতাসে আমি

