izak bidrohi (feat. kazi nazrul islam) şarkı sözleri

বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ঐ শিখর হিমাদ্রির ! বল বীর- বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি' চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি' ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া খোদার আসন 'আরশ' ছেদিয়া উঠিয়াছে চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর ! মম ললাটে রুদ্র-ভগবান জ্বলে রাজ-রাজটিকা দীপ্ত জয়শ্রীর! আমি চিরদূর্দম দুর্বিনীত নৃশংস মহা- প্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস! আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দ'লে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল! আমি মানি না কো কোন আইন আমি ভরা-তরী করি ভরা-ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন! আমি ধূর্জটি আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
Sanatçı: Izak
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 2:42
Toplam: kayıtlı şarkı sözü
Izak hakkında bilgi girilmemiş.

Fotoğrafı