jahid nirob tumi lagbe (feat. nandita) şarkı sözleri
আমার একটা তুমি লাগবে
ভোর দেখবে রাত জাগবে
এই হাসবে এই কাঁদবে
অকারণে খুব রাগবে
আমার একটা তুমি লাগবে
কে কী বলবে ভাববে না
তুমি ছাড়া কিছু চলবে না
আমার একটা তুমি লাগবে
আমার একটা তুমি লাগবে
চোখে চোখ, হাতে হাত রাখবে
আমার একটা তুমি লাগবে
রোদ-বৃষ্টি শিশির মাখবে
তুমি-আমি এই আমরা ছাড়া
কোথাও কেউ থাকবে না
কে কী বলবে ভাববে না
তুমি ছাড়া কিছু চলবে না
আমার একটা তুমি লাগবে
আমার একটা তুমি লাগবে
ভালোবাসবে, মন্দ বাসবে
দূরে চলে গেলে বুক ভাঙবে
কাছে আসো যদি ভাল্লাগবে
আমার সাথে পাখি হবে
মেঘে ভেসে যাবে আর আসবে না
কে কী বলবে ভাববে না
তুমি ছাড়া কিছু চলবে না
আমার একটা তুমি লাগবে

