kamrul hasan abir maf kore daw şarkı sözleri
জীবনের গুনাগুলো মাফ করে দাও
যতসব গ্লানিগুলো সাফ করে দাও।।
নবীর পথে তোমার প্রিয় হতে
আমাকে খোদা তুমি তাওফিক দাও
জীবনের গুনাগুলো মাফ করে দাও
যেখানে থাকি আমি যেভাবে থাকি
থাকে যেন তোমার ঐ রহমের আখি
তোমার রহমের কিছুটা কণা
ভালোবেসে হয় যেন আমার সাথী।।
বাতিলের যতসব শক্তি থেকে
ঈমানে অবিচল দাঁড়িয়ে থেকে
তোমার রহম দিয়ে আমাকে বাঁচাও
জীবনের গুনাগুলো মাফ করে দাও
দিনশেষে সন্ধ্যা গড়াবে যখন
কোরআনের পথে যেন থাকি অটল
কেয়ামতের সেই কঠিন দিবসে
রাসুলের সুপারিশ করিও বরণ
কোরআনের পথে থেকে শহীদ হতে
শহীদি মিসিল সাথে জান্নাতে যেতে
আমার বুকে ভরা সাহস যোগাও
জীবনের গুনাগুলো মাফ করে দাও। ঐ

