kayo official shornopotro şarkı sözleri

কষ্ট তো আমায় ভাবায় নতুন গানে সুর মিলায় আহত হতে পাই, অমায়িক এক সুখ জানি পাবোনা তোমায় পেলে কি বা আসে যায় আঁধারে আমি, ভাসে তোমার হাসি মুখ তুমি কেন না এলে তোমার অভাব জাগে প্রতি রাতে যখন তারা কাঁদে... আকাঙ্ক্ষা তুমি আমার আসক্তির এক উৎস হওয়ার আমার, স্বর্ণপত্রের সুখ টানে আকাঙ্ক্ষা তুমি আমার আসক্তির এক উৎস হওয়ার আমার, স্বর্ণপত্রের সুখ টানে আসো না আবার আমায় তুমি কাদাও লিখি গান, আমায় তুমি ভাবাও... আসো না আবার আমায় কাদাও লিখি গান, আমায় ভাবাও খুঁজি তোমায় গানে, এ মন কি জানে? কতক শতক গান শুনি অজানা ঐ বিবেক বাণী অনুভূতি সরল, তোমার মত করে। স্বপ্ন দেখি আমি এখনও তোমায় নিয়ে জেগে, থাকি, সারাটা রাত জুড়ে। আকাঙ্ক্ষা তুমি আমার আসক্তির এক উৎস হওয়ার আমার, স্বর্ণপত্রের সুখ টানে আকাঙ্ক্ষা তুমি আমার আসক্তির এক উৎস হওয়ার আমার, স্বর্ণপত্রের সুখ টানে
Sanatçı: Kayo Official
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 6:20
Toplam: kayıtlı şarkı sözü
Kayo Official hakkında bilgi girilmemiş.

Fotoğrafı