kazi al amin hridoye rekhechi bangladesh şarkı sözleri
বাংলাদেশ আমার বাংলাদেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ।
এই আমার দেশ বাংলাদেশ
এই আমার দেশ স্বাধীন দেশ (2)
লাল-সবুজে আঁকা আমার দেশের পতাকা,
লাল-সবুজে আঁকা আমার দেশের পতাকা,
কি সুন্দর এক পরিবেশ,,,,
বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ
হৃদয়ে রেখেছি, আমার বাংলাদেশ,
আমার বাংলাদেশ।
বায়ান্নোতে বাসার জন্য, দিয়েছিল যারা প্রাণ,
জীবন দিয়ে রেখেছে যারা, বাংলা ভাষার মান
বায়ান্নোতে বাসার জন্য, দিয়েছিল যারা প্রাণ,
জীবন দিয়ে রেখেছে যারা, বাংলা ভাষার মান।
শোধ হবে না কভু তাদের এই ঋণ
শোধ হবে না কভু তাদের এই ঋণ
জীবন বিলিয়ে যদি করি শেষ,,,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
হৃদয়ে রেখেছি আমার বাংলাদেশ,
আমার বাংলাদেশ।
একাত্তরের মা জননী, করেছে কত হাহাকার
তাদেরই রক্তের বিনিময়, উত্তিম হল পতাকা,
একাত্তরের মা জননী, করেছে কত হাহাকার,
তাদেরই রক্তের বিনিময়, উত্তিম হল পতাকা।
লাল সবুজের পতাকা ওরে
লাল সবুজের পতাকা ওরে
আজ দেখো সারাদেশ।
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ
হৃদয়ে রেখেছি, আমার বাংলাদেশ,
আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ,
আমার বাংলাদেশ।