naafs neel bedona-the blue aches şarkı sözleri

যেতে যদি চাও দূরে তবে কেন এই কাছে আসা হতাশার দীপ জ্বেলে মিছে স্বপ্নের জাল বোনা একরাশ নীল বেদনায় ছেয়ে আছে এ হৃদয় তুমিহীন নির্ঘুম প্রতিটি রাত কাটে অদ্ভুত বিষণ্ণতায় কেন এ মন রাঙালে কেন স্বপ্ন জাগালে কেন মায়ায় জড়ালে নিষ্ঠুরতায় হৃদয়ের ক্যানভাসে এঁকেছিলাম তোমার ছবি নিবিড় মমতায় মহাকালের খরস্রোতে বিলীয়মান আশাহীনতায় কেন এ মন রাঙালে কেন স্বপ্ন জাগালে কেন মায়ায় জড়ালে নিষ্ঠুরতায় জানিনা কি পেলে বিশ্বাসহীনতায় ভেঙে এ মন প্রতারণায় আজও মোর শূন্য হৃদয় কেঁদে যায় নীরবতায় কেন এ মন রাঙালে কেন স্বপ্ন জাগালে কেন মায়ায় জড়ালে নিষ্ঠুরতায় যেতে যদি চাও দূরে তবে কেন এই কাছে আসা হতাশার দীপ জ্বেলে মিছে স্বপ্নের জাল বোনা একরাশ নীল বেদনায় ছেয়ে আছে এ হৃদয় তুমিহীন নির্ঘুম প্রতিটি রাত কাটে অদ্ভুত বিষণ্ণতায় কেন এ মন রাঙালে কেন স্বপ্ন জাগালে কেন মায়ায় জড়ালে নিষ্ঠুরতায়
Sanatçı: Naafs
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:37
Toplam: kayıtlı şarkı sözü
Naafs hakkında bilgi girilmemiş.

Fotoğrafı