nabab hossain tini allah mohan şarkı sözleri

আল্লাহ মহান এক আল্লাহ মহান কে সৃজিলো এই নীল আসমান কে সাজালো এই দোজাহান কাহার অপরূপ সৃষ্টি ঝড়ে সদা রহমের বৃষ্টি যার মহিমায় শুষ্ক মরু পায় যে ফিরে প্রাণ তিনি আল্লাহ মহান এক আল্লাহ মহান ঝিরিঝিরি পবন ভরে তনু মন অবারিত রহমের ধারা সাগরের ঢেউ বয়ে যায় সেও কার প্রেমে হয়ে মাতোয়ারা।। কার আদেশে পাখির কন্ঠে ঝরে যায় সুমধুর তান। তিনি আল্লাহ মহান এক আল্লাহ মহান ফুলের সৌরভ সুখ অনুভব কে দিলে বর্ণালী গাঁথা জোনাকির বাতি আঁধারের রাতি সবুজ শ্যামল কচি পাতা কার আদেশে নদীর বুকে আসে জলের বান তিনি আল্লাহ মহান এক আল্লাহ মহান ঐ
Sanatçı: Nabab Hossain
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:29
Toplam: kayıtlı şarkı sözü
Nabab Hossain hakkında bilgi girilmemiş.

Fotoğrafı