nabab hossain tini allah mohan şarkı sözleri
আল্লাহ মহান এক আল্লাহ মহান
কে সৃজিলো এই নীল আসমান
কে সাজালো এই দোজাহান
কাহার অপরূপ সৃষ্টি
ঝড়ে সদা রহমের বৃষ্টি
যার মহিমায় শুষ্ক মরু
পায় যে ফিরে প্রাণ
তিনি আল্লাহ মহান এক আল্লাহ মহান
ঝিরিঝিরি পবন ভরে তনু মন
অবারিত রহমের ধারা
সাগরের ঢেউ বয়ে যায় সেও
কার প্রেমে হয়ে মাতোয়ারা।।
কার আদেশে পাখির কন্ঠে
ঝরে যায় সুমধুর তান।
তিনি আল্লাহ মহান এক আল্লাহ মহান
ফুলের সৌরভ সুখ অনুভব
কে দিলে বর্ণালী গাঁথা
জোনাকির বাতি আঁধারের রাতি
সবুজ শ্যামল কচি পাতা
কার আদেশে নদীর বুকে
আসে জলের বান
তিনি আল্লাহ মহান এক আল্লাহ মহান ঐ

