nader mahbub khan bangladesh [official] şarkı sözleri
জন্ম যে আমার, এই দেশে
মরণ যেনও হয়, এই দেশে
সব সময় এই চাওয়া আমার
মরণ যেনও হয় আমার এই দেশে
সবুজে ভরা এ ভূমির বুকে
নদীমাতৃক এই দেশে
রূপোলি প্রকৃতিতে
আমি মিশে যেতে চাই
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
হে কোটি কোটি বাঙালির স্বপ্ন
আমি তোমায় ভালোবাসি
হে বঙ্গবন্ধুর স্বপ্ন
আমি তোমায় ভালোবাসি
হে চির সৌন্দর্যের দেশ
আমি তোমায় ভালোবাসি
হে লক্ষ মুক্তিযোদ্ধার পরিশ্রম
আমি তোমায় ভালোবাসি
হে সাত সমুদ্র রক্তের অর্জন
আমি তোমায় ভালোবাসি
আমার বাংলাদেশ, হে আমার বাংলাদেশ
হে কোটি কোটি বাঙালির স্বপ্ন
আমার বাংলাদেশ
আমার বাংলাদেশ
আমার বাংলাদেশ
শেখ মুজিবের স্বপ্ন
আমার সোনার বাংলাদেশ
জন্ম যে আমার এই দেশে
মরণ যেনও হয় এই দেশে
সব সময় এই চাওয়া আমার
সবুজে ভরা এ ভূমির বুকে
নদীমাতৃক এই দেশে
রূপোলী প্রকৃতিতে
আমি মিশে যেতে চাই
আমার সোনার বাংলা
আমি তোমায়
ভালোবাসি

