nafis kamal hrini shomudro şarkı sözleri
ঐ সমুদ্র, সেও কিন্তু
আমার কাছে ঋণী
তার বুকেতে মিশে আছে
চোখের নোনা পানি
অন্নপূর্ণা হতে আসা
হিম হিম ঐ বায়ু
কমিয়ে দিয়ে গেলো আমার
রুক্ষ গালে জমে থাকা
অশ্রু রেখার আয়ু
একাদশী'র আলো দিয়ে
আচঁলে জড়ালে
লুব্ধকের পাশে গিয়ে
কোথায় হারালে!!
কুয়াশা ঘেরা অরুণোদয়ে
শিশির ভেজা শিউলি তলে
তোমায় পাশে নিয়ে
যেতাম হারিয়ে
গগনশিরীষ পাতার ফাঁকে ফাঁকে
আস্ত চাঁদের ছায়া মেখে
তারই মাঝে খুজে ফিরি
সে কাজল চোখের মায়াটাকে
মেঘ গুড়গুড় ইলশে গুড়ি
নীল শাড়িতে কাচের চুড়ি
স্মৃতির মলাট উলটে তারই
গুমোট গলা হচ্ছে ভারী!!
এলোমেলো ঐ চুলের ধারে
জল তরঙ্গ বয়
ভুলে আমি যাবো তারে
কেমন করে তা হয়!!