obhoyaronno decipher şarkı sözleri
নিঃশব্দ আলো
তোমার ক্রোধের আগুন
চেয়ে আছে
সহস্র প্রাণে
তিক্ত নম্র
যেন মেঘে ঢাকা
তোমার দুটো চোখ।
অন্ধ সুপ্ত
গহীন অরণ্যে
হাহাকারি এসেছে
ক্রান্তি সাথে প্রান্ত ছেড়ে
তোমায় খুঁজতে আজ।
জেগে উঠো পথচারী
নিশাচরী কিংবদন্তি
অনন্ত আগুন
শিখায় জলে পুরে
চোখের আরালে
সর্বঃসাৎ এর পথে
কেটেছো আমার
অধীর স্বপ্নসব
বিব্রত ক্রন্দিত
নেচে বেরাই
এই ধ্বরাতে
অসহায় আমি
তবুও ছুটে যাই
তোমাকে খুঁজে যাই
হ্বত করবো বলে
জেগে উঠো পথচারী
ক্লান্ত কবি শান্ত শিল্পী
তুমি কে?