pallab kirtania janmodiner gan şarkı sözleri
সময় এখন বড্ড জোরে ছোটে
গাছের ছায়া দীর্ঘতর হয়
জন্মদিনে বিদায় জেগে ওঠে
আর ক’টা দিন তাই নিয়ে সংশয় !
#
যুবক তুমি পার করেছ সীমা
এখন তুমি ষাটের চৌকাঠে
নারীর মুখ হৃদয়ে পাচ্ছি না
কোলেস্টেরল সেখানে সিঁদ কাটে ।
#
জন্মদিনে মেঘেরা আসে ঘিরে
বলে, ‘এস, জলের হাত ধরো
ক্রমশ আরও একলা হবে ভীড়ে
বাঁচার আসল মানে কেবল ঝরো !’
#
ঝরব বলে আকাশ মেলে থাকি
আমার শ্রাবণ তেমনি আসে যায়
আর ক’টা দিন আর ক’টা দিন বাকি
পৌঁছে যাব জলের দরোজায়
পৌঁছব ঠিক জলের দরোজায় ।

