s s naeem amay porate şarkı sözleri

এমনি এক জোছনায় হারিয়েছি তোমাকে আজ মনে পড়লো হঠাৎ আছি আমি সেখানে তুমি যেতে পারো ভুলে সব পারিনি শুধু আমি স্বার্থক হবে এ জীবন তুমি যদি হও সুখী যতটা ভেঙেছো তুমি আমাকে ততোটাই ব্যাথা দিয়েছো বলো কেনো চলে গেলে নীরবে কথা দিয়ে রেখেছো কবে মিছে আশা ছিল কি তবে আমায় পোড়াতে কতো ঘৃণা জমালে বলো ভালোবাসা যাবে ফুরিয়ে শেষ হবে অশ্রু চোখের যাতনা ভুলে মায়া ভরা জোছনাতে প্রেমেরই মায়া বিছিয়ে খেলেছো কতো যতনে এ হৃদয়টাকে নিয়ে ভালোবাসা যদি অপরাধ হয় তবে হয়েছে তুমি হীনা সারাটি জীবন এভাবেই কেটেছে শুধু জেনে রেখো কোন এক দুঃস্বপ্নের মতো আমি তোমার পাশে ছিলাম তোমারি চোখের ক্ষতো যতদূর গিয়েছো এই আমায় ফেলে ততটাই কাছে রয়েছো বলো কেনো চলে গেলে নীরবে কথা দিয়ে রেখেছো কবে মিছে আশা ছিল কি তবে আমায় পোড়াতে কতো ঘৃণা জমালে বলো ভালোবাসা যাবে ফুরিয়ে শেষ হবে অশ্রু চোখের যাতনা ভুলে শহরের কোলাহল ছেড়ে গোধুলীর পথে চলেছি ঐ মায়াবী নিথর চোখে আশ্রয়টুকু মেলেনি ভালোবাসা যদি অপরাধ হয় তবে হয়েছে তুমি হীনা সারাটি জীবন এভাবেই কেটেছে শুধু জেনে রেখো কোন এক দুঃস্বপ্নের মতো আমি তোমার পাশে ছিলাম তোমারি চোখের ক্ষতো যতদূর গিয়েছো এই আমায় ফেলে ততটাই কাছে রয়েছো বলো কেনো চলে গেলে নীরবে কথা দিয়ে রেখেছো কবে মিছে আশা ছিল কি তবে আমায় পোড়াতে কতো ঘৃণা জমালে বলো ভালোবাসা যাবে ফুরিয়ে শেষ হবে অশ্রু চোখের যাতনা ভুলে
Sanatçı: S S NAEEM
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 6:40
Toplam: kayıtlı şarkı sözü
S S NAEEM hakkında bilgi girilmemiş.

Fotoğrafı