s s naeem tomar ghore boshot kore koyjona şarkı sözleri

তোমার ঘরে বাস করে কারা ও মন জান না তোমার ঘরে বাস করে কারা ও মন জান না তোমার ঘরে বসত করে কয় জনা মন জান না তোমার ঘরে বসত করে কয় জনা। এক জনে ছবি আঁকে এক মনে, ওরে মন আরেক জনে বসে বসে রঙ মাখে, ওরে মন ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা মন জান না তোমার ঘরে বসত করে কয় জনা। এক জনে সুর তোলে এক তারে, ওরে মন আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ওরে মন ও আবার বেসুরা সুর ধরে দেখ কোন জনা, কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা মন জান না তোমার ঘরে বসত করে কজনা। রস খাইয়া হইয়া মাতাল ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কজনা মন জান না তোমার ঘরে বসত করে কয় জনা কজনা।
Sanatçı: S S NAEEM
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:53
Toplam: kayıtlı şarkı sözü
S S NAEEM hakkında bilgi girilmemiş.

Fotoğrafı