sachin dev burman, bhulaye amay du din şarkı sözleri
ভুলায় যে আমায় দুদিন..
শেষে কি হায় ভুলবে..
এই নিশি পোহায় যদি...
এই নিশি পোহায় যদি.,
হৃদয় দুয়ার খুলবে...
হৃদয় দুয়ার খুলবে..
ভুলায় যে আমায় দুদিন..
শেষে কি হায় ভুলবে..
দূর চাঁদকে কাছে কে পায়..
চকোর মরে কাঁদি..
আর মন নিয়ে যে যায় গো..
তার ছায়া বুকে বাঁধি..
জানি প্রেমভরা এই হিয়া..
জানি প্রেমভরা এই হিয়া.,
ব্যথায় ভরে তুলবে..
ব্যথায় ভরে তুলবে..
ভুলায় যে আমায় দুদিন..
শেষে কি হায় ভুলবে..
হায় পাষাণী প্রিয়া..
হায় পাষাণী প্রিয়া...
হায় হায় রে পাষান হিয়া..
মন জ্বলে কোন জ্বালায়..
গোপনে ভালোবেসে..
এ গান কি শুনবে না.,
কেউ মোর কাছে এসে...
মোর সাথী যে কেউ নাইরে..
মোর সাথী যে কেউ নাইরে.,
যার বুকে এ হার দুলবে..,
যার বুকে এ হার দুলবে..
ভুলায় যে আমায় দুদিন..
শেষে কি হায় ভুলবে..

