sachin dev burman, hay ki je kori e mon niya şarkı sözleri

হায় কি যে করি এ মন নিয়া সে যে প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া.. ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া পিয়া… হায় কি যে করি এ মন নিয়া সে যে প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া.. তার মিষ্টি কুজন তবু জ্বলে হিয়া.. মিছে অভিমান ওঠে মনে উথলিয়া..! তার মিষ্টি কুজন তবু জ্বলে হিয়া.. মিছে অভিমান ওঠে মনে উথলিয়া..! আছে সবারি কেহ না কেহ মরমিয়া. হায়. একেলা আমারই শুধু নাই প্রিয়া.. ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া পিয়া…! হায় কি যে করি এ মন নিয়া সে যে প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া.. ঐ ফুলেরও বাসরে দেখি বনলতা বুঝি তরুনও তরুর সনে বলে কথা তারা কেহতো বুঝেনা মোর আকুলতা তাই মরমে মরিগো আমি গুমরিয়া ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া পিয়া… হায় কি যে করি এ মন নিয়া...., প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া..! দেখ একটি চাঁদের সাথী কত তারা.. মেশে একটি সাগরে কত জলধারা.. শুধু আমি কি একেলা রব সাথী হারা...! মোরে কেহ কি বাঁধিবে না গো মালা দিয়া.. ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া পিয়া পিয়া পিয়া… হায় কি যে করি এ মন নিয়া প্রনয়ও হুতাশে ওঠে উথলিয়া..
Sanatçı: Sachin Dev Burman,
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi:
Toplam: kayıtlı şarkı sözü
Sachin Dev Burman, hakkında bilgi girilmemiş.

Fotoğrafı