sahel ahmed ore nil doriya şarkı sözleri
ও রে নীল দরিয়া...
আমায় দে রে, দে ছাড়িয়া
ও রে নীল দরিয়া...
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
কাছের মানুষ দূরে থুইয়া...
মরি আমি ধড়পড়াইয়া, রে
কাছের মানুষ দূরে থুইয়া...
মরি আমি ধড়পড়াইয়া, রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে
কি জানি! কি করে
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
হইয়া আমি দেশান্তরী...
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
হইয়া আমি দেশান্তরী...
দেশ বিদেশে ভিড়াই তরী, রে
নোঙর ফেলি হাটে ঘাটে
নোঙর ফেলি হাটে ঘাটে
বন্দরে-বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায় রে
সারেং বাড়ির ঘরে
আমার মনের নোঙর পইড়া রইছে, হায়রে
সারেং বাড়ির ঘরে
এই না পথ ধরিয়া...
আমি কত যে গেছি চলিয়া
এই না পথ ধরিয়া...
আমি কত যে গেছি চলিয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
একলা ঘরে মন বঁধুয়া আমার
রইছে পথ চাইয়া
ওরে নীল দরিয়া...
আমায় দে রে, দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া...
আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে
কান্দে রইয়া রইয়া

