said ahmad vulona amay şarkı sözleri
Lyrics:
ভূলনা আমায়
আমি যদি ভুলি তোমায়
দুনিয়ার মোহ মায়ায়
আল্লাহ তুমি করুণাময়
ভুলনা আমায়।।
ফিরে আসি বারে বারে
মাবুদ আমি তোমার দ্বারে।
তুমি ছাড়া কে আছে
কোথাও কিছু পায় না খুঁজে।।
তোমায় দেখি দুচোখ বুজে
সারা জগৎময়।
আল্লাহ তুমি করুণাময়
ভুলনা আমায়।।ঐ
মায়ের কাছে কান্না করে
পাই যে স্নেহ মায়া
হাত তুলেছি তোমার কাছে
চাইতে রহম দয়া।।
তুমি আমার মালিক মাবুদ
তুমি প্রেমময়
আল্লাহ তুমি করুণাময়
ভুলনা আমায়।।ঐ
.......................................

