sajid sarker tomar premer moto (feat. tahsan) şarkı sözleri

কোন সে আলোয় কাটলো আঁধার পেয়েছি খুঁজে এ পথ হারানোর তোমার চোখে যে মেঘের ছায়া যায় না কেন আজ তাড়ানো। তোমার প্রেমের মতো সুন্দর নয় কিছু আর জেনে গেছে মনটা আমার অজুহাত ছুঁয়ে যে থাকার আমার মনের ক্ষত, মুছে দিতে নাহয় আবার আসো ফিরে সেই মায়ায় রঙ হও জীবন আঁকার। কোন সে পথের, কোন সীমানায় আটকে রাখি হঠাৎ থমকে গিয়ে ফিরে দেখার পথটা ডাকে যদি আসবে কী হাত বাড়িয়ে। তোমার প্রেমের মতো তোমার আমার এই গল্পগুলো হচ্ছে বিলীন, হচ্ছে ধূলো সময়ের স্রোতেরই পুরনো সে টানে হচ্ছি প্রাচীন যেন স্মৃতির টুকরো অভিধানে। তোমার প্রেমের মতো
Sanatçı: Sajid Sarker
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:13
Toplam: kayıtlı şarkı sözü
Sajid Sarker hakkında bilgi girilmemiş.

Fotoğrafı