salauddin ahmed pinak ochenar ishara - অচেনার ইশারা şarkı sözleri
মাঝে মাঝে সব ভাবনাগুলো
এলোমেলো হয়ে যায়
কুয়াশাঢাকা এই শহরে
আনমনে ভেবে যাই
অনুভূতিগুলো সহসাই
সাদাকালো কিছু রঙ পায়
আমার নীলাকাশে সাদা মেঘেরা হারায়
আমার স্বপ্নচুড়ায় কিছু সুর যেন পেয়ে যাই
অবসর সব সময়গুলো
ব্যস্ততা খুঁজে যায়
গভীর কল্পনাজুড়ে
অচেনার ইশারায়
শুন্যতা যেন চারপাশে
হাতছানি দিয়ে কে ডাকে
আমার নীলাকাশে সাদা মেঘেরা হারায়
আমার স্বপ্নচুড়ায় কিছু সুর যেন পেয়ে যাই
সুরগুলো হঠাৎ আবার কালো রঙ আঁধারে
দুঃস্বপ্নের ঘুম হয়ে বরষার-ই সাথে
নীল কষ্ট চেয়ে যায় সে গানগুলোতে
অপ্রাপ্তির আঁধার ভেজা সেই চেনা পথে
আমার নীলাকাশে সাদা মেঘেরা হারায়
আমার স্বপ্নচুড়ায় কিছু সুর যেন পেয়ে যাই

