Salauddin Ahmed Pinak

Ochenar Ishara - অচেনার ইশারা

salauddin ahmed pinak ochenar ishara - অচেনার ইশারা şarkı sözleri

মাঝে মাঝে সব ভাবনাগুলো এলোমেলো হয়ে যায় কুয়াশাঢাকা এই শহরে আনমনে ভেবে যাই অনুভূতিগুলো সহসাই সাদাকালো কিছু রঙ পায় আমার নীলাকাশে সাদা মেঘেরা হারায় আমার স্বপ্নচুড়ায় কিছু সুর যেন পেয়ে যাই অবসর সব সময়গুলো ব্যস্ততা খুঁজে যায় গভীর কল্পনাজুড়ে অচেনার ইশারায় শুন্যতা যেন চারপাশে হাতছানি দিয়ে কে ডাকে আমার নীলাকাশে সাদা মেঘেরা হারায় আমার স্বপ্নচুড়ায় কিছু সুর যেন পেয়ে যাই সুরগুলো হঠাৎ আবার কালো রঙ আঁধারে দুঃস্বপ্নের ঘুম হয়ে বরষার-ই সাথে নীল কষ্ট চেয়ে যায় সে গানগুলোতে অপ্রাপ্তির আঁধার ভেজা সেই চেনা পথে আমার নীলাকাশে সাদা মেঘেরা হারায় আমার স্বপ্নচুড়ায় কিছু সুর যেন পেয়ে যাই
Sanatçı: Salauddin Ahmed Pinak
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:06
Toplam: kayıtlı şarkı sözü
Salauddin Ahmed Pinak hakkında bilgi girilmemiş.

Fotoğrafı